ঢাকা: অননুমোদিত তরঙ্গ ব্যবহারকারীদের শনাক্ত এবং মোবাইল ফোন অপারেটরসহ তরঙ্গ ব্যবহারকারীদের সমস্যা সমাধানে হাতে বহনযোগ্য পর্যবেক্ষণ যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির নিজস্ব অর্থে এ যন্ত্র কিনতে বুধবার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক উম্মুক্ত প্রক্রিয়ায় দরপত্র আহ্বান করা হয়েছে।
আগামী ২৯ জুলাই দুপুর দুইটা পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে, খোলা হবে একই দিন বেলা আড়াইটায়। ৬ মাসের মধ্যে এই যন্ত্র সরবরাহ করতে হবে।
বিটিআরসি জানায়, বর্তমানে সংস্থাটির ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া ও রংপুরে একটি করে ফিক্সড মনিটরিং স্টেশন রয়েছে।
এছাড়া আরও পাঁচটি ভ্রাম্যমাণ স্পেকট্রাম মনিটরিং স্টেশন দিয়ে প্রয়োজন অনুসারে সারা দেশে তরঙ্গ পরিবীক্ষণ কাজে ব্যবহৃত হয়ে আসছে।
এর বাইরে একটি পোর্টেবল মনিটরিং স্টেশন ও তিনটি স্পেকট্রাম এনালাইজার রয়েছে সংস্থাটির।
আর এবার কেনা হচ্ছে হাতে বহনযোগ্য পর্যবেক্ষণ যন্ত্র।
বাংলাশেশ সময়: ২২২৪ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এমআইএইচ/এমএ