সাম্প্রতিক সময়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলাপমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক লারাভেল। এই ফ্রেমওয়ার্ক লারাভেলের বাংলা সংস্করণ প্রকাশিত হয়েছে।
বইটিতে মোট ৩৬টি অধ্যায় রয়েছে যেখানে লারাভেলের বিভিন্ন বৈশিষ্ট্য উদাহরণসহ বর্ণনা করা হয়েছে। ৩৫০ টাকা মূল্যের এই বইটি প্রকাশ করেছে দ্বিমিক প্রকাশনী।
প্রোগামার বা প্রোগ্রামিং’এ আগ্রহীরা ঢাকার নীলক্ষেতের হক লাইব্রেরি ছাড়াও অনলাইনে ‘রকমারি ডট কম’এ বইটি অর্ডার দিতে পারবেন।
আর সরাসরি এই নাম্বারে ১৬২৯৭ যোগাযোগ করেও ঘরে বসেই পাওয়া যাবে বইটি।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এসজেডএম