ঢাকা: উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য হোয়াইটঅ্যাপ এবার বেটা ভার্সন ভয়েস কল ও এমপি থ্রি মাল্টিমিডিয়া ফাইল শেয়ারিংয়ের সুবিধা চালু করেছে।
হোয়াইটসঅ্যাপ জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য আপডেট ২.১২.৪৬ বেটা ভার্সনের ভয়েস কল চালু করা হয়েছে।
সেই সঙ্গে এমপি থ্রি ফাইল অন্যান্য ফাইলের বদলে ‘পিকচার ফাইল’-এ সেভ করতে পারবেন এই ফোন ব্যবহারকারীরা।
অ্যাপ কর্তৃপক্ষ জানায়, উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা এক্সপ্লোরার অ্যাপের সাহায্যে ডাউনলোড করা এমপি থ্রি ফাইলে ঢুকতে পারবেন।
তারা এ ফাইল ডিলিট, রিনেম, শেয়ার এবং কপিও করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এবি/