ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫ হাজার টাকায় আইফোন ৬!

আবুল কালাম আজাদ, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
৫ হাজার টাকায় আইফোন ৬! ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫ তে ক্রেতাদের জন্য অভাবনীয় এক অফার নিয়ে এসেছে কম্পিউটার সোর্স।

সোমবার (১৫ জুন) শুরু হওয়া তিন দিনব্যাপী মেলায় প্রতিষ্ঠানটির প্যাভিলিয়ন থেকে মাত্র পাঁচ হাজার টাকায় ২০জন সৌভাগ্যবান ক্রেতা জিতে নিতে পারেন আইফোন-৬।

 

মেলায় দেখা গেল, এ অফারে সাড়া দিয়ে কম্পিউটার সোর্সের স্টলে ভিড় করেছেন ক্রেতা-দর্শনার্থীরা। স্টলটি খুলতে না খুলতেই বেশ জমে উঠেছে।

স্টল সংশ্লিষ্টরা জানান, অফারটি পেতে প্রথমে মাত্র দুই হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

মেলার শেষদিন লটারির মাধ্যমে ভাগ্যবান প্রথম ২০ জন বিজয়ী অতিরিক্ত ৩ হাজার টাকা জমা দিয়ে, অর্থাৎ মোট পাঁচ হাজার টাকায় জিতে নিতে পারেন কাঙ্ক্ষিত আইফোন ৬।

পরের ১০ বিজয়ী অতিরিক্ত ১৩ হাজার টাকা এবং এরপরের আরও ১০জন ক্রেতা অতিরিক্ত ২৩ হাজার টাকা দিয়ে তাদের আকাঙ্ক্ষিত আইফোন ৬ পেতে পারেন।

স্টলের কর্মকর্তারা আরও জানান, যদি কেউ আইফোন না জেতেন, তবে তার রেজিস্ট্রেশনের ২ হাজার টাকা ফেরত দেওয়া হবে না।

কিন্তু মেলা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে কম্পিউটার সোর্স থেকে একই মূল্যমানের পণ্য নেওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
একেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।