ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি এক্সপো-২০১৫

নজর কেড়েছে ওয়ালটনের স্মার্টফোন, ট্যাব

আবু খালিদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
নজর কেড়েছে ওয়ালটনের স্মার্টফোন, ট্যাব ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিআইসিসি থেকে: বাংলাদেশ আইসিটি এক্সপোতে নজর কেড়েছে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের স্মার্টফোন, ট্যাব ও পাওয়ার ব্যাংক। পণ্যগুলোর দাম সাধ্যের মধ্যে হওয়ায় ক্রেতারা ভিড় জমাচ্ছেন ওয়ালটনের প্যাভিলিয়নে।


 
আর ক্রেতাদের সম্মানে মেলা উপলক্ষে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় দিচ্ছে দেশের অন্যতম ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
 
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী শুরু হওয়া ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’তে ওয়ালটনের প্যাভিলিয়ন ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।
 
ওয়ালটন মোবাইল বিভাগের সিনিয়র প্রিন্সিপল অফিসার মোহাম্মদ রাশিদুল হাসান জানান, মেলার প্রথম দিনেই (১৫ জুন) দর্শনার্থীদের ভিড় সামলাতে প্রায় হিমশিমই খেতে হয়েছে। বিক্রি ভালোই জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় দিনের (মঙ্গলবার, ১৬ জুন) শুরুতেও একই চিত্র।

ওয়ালটন মোবাইলের পণ্যের মান খুবই উন্নত। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এসব স্মার্টফোন ও ট্যাব ক্রেতারা স্বাচ্ছন্দ্যেই কিনতে পারেন, যোগ করেন তিনি।
 
প্যাভিলিয়ন সূত্র জানায়, প্রিমো আরএক্স-৩ মডেলের স্মার্টফোনটি ছাড়াও ওয়ালপ্যাড প্রো-ট্যাবটিও নতুন। প্রায় ২০টি মডেলের মোবাইল, ট্যাব ও পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে স্টল থেকে। এর মধ্যে প্রিমো এইচএম, এইচ ৩, জিএইচ ৩, আরএইচ, আরএক্স২ অন্যতম।
 
ওয়ালটনের প্যাভিলিয়ন ঘুরে দেখা যায়, দর্শনার্থীরা ওয়ালটনের বিভিন্ন মডেলের স্মার্টফোন সম্পর্কে তথ্য জানছেন স্টলে উপস্থিত কর্মীদের কাছে। কেউ কেউ বুকিং দিচ্ছেন। আবার অনেকেই পছন্দের ফোনটি নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরছেন।
 
বিআইসিসি’র মেলা প্রাঙ্গণের মূল গেট দিয়ে প্রবেশ করে সোজা হাঁটলেই পাওয়া ‍যাবে ওয়ালটনের প্যাভিলিয়ন (২৫ ও ২৬ নম্বর)।

দ্বিতীয় দিন মেলা শুরুর প্রথম প্রহরেই প্যাভিলিয়নে দেখা যায় ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
 
রাজধানীর বাংলামোটর থেকে এসেছেন আহসান হাবিব। ওয়ালটনের বিভিন্ন মডেলের মোবাইল সম্পর্কে তথ্য জানছেন তিনি। আহসান হাবিব জানান, আমার পরিচিত প্রায় সবাই ওয়ালটনের হ্যান্ডসেট ব্যবহার করছেন। এর হ্যান্ডসেটগুলো গুণেমানে ভালো হওয়ায় আমারও কেনার আগ্রহ রয়েছে।

ওয়ালটনের বিভিন্ন মডেলের মোবাইল, ট্যাব সম্পর্কে জানা যাবে facebook.com/waltonbd waltonbd.com এ ওয়েবসাইটে।

তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ১৭ জুন। সবার জন্য উন্মুক্ত এ মেলা প্রতিদিন সকাল ১০‍টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে।
 
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।