বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: দেশীয় প্রযুক্তি শিল্পের টেকসই উন্নয়ন ও সম্ভাবনার প্রতিচিত্র তুলে ধরতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫’ এর এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টায় মেলা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলার কথা থাকলেও দ্বিতীয় দিনে সময় বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত সব প্যাভিলিয়ান এবং স্টল খোলা রাখার জন্য নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি প্রযুক্তি প্রেমীদেরও মেলা উপভোগ করার আহ্বান জানানো হয়।
এর আগে সোমবার দুপুর ১টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
দেশের সবচেয়ে বড় প্রযুক্তি আয়োজন ‘বাংলাদেশে আইসিটি এক্সপো-২০১৫’ আগামী বুধবার (১৭ জুন) পর্যন্ত চলবে।
বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই প্রদর্শনী ও মেলার আয়োজন করে।
আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বেসিস, সিটিও ফোরাম এবং আইএসপিএবি।
মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে ডেল ও এইচপি, গোল্ড স্পন্সর কনিকা মিনোল্টা এবং মাইক্রোল্যাব এবং সিলভার স্পন্সর প্রোলিংক ও এন আরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড অংশ নিয়েছে।
মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা, এফ এম ৮৯.৬ এবং দৈনিক সমকাল।
বুধবার (১৭ জুন) রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এটি/এসএইচ
** ‘বেচাকেনা নয়, প্রযুক্তি শেখানোই মুখ্য বিষয়’
** দোয়েলে আগ্রহী ক্রেতাদের ব্যাটারিতে ভয়
** তথ্যপ্রযুক্তির যাবতীয় সমাধানে হুয়াই