দৈনন্দিন জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে প্রায়ই ব্যাংক লোন-এর প্রয়োজন দেখা যায়। আর এই লোন পেতে সম্মুখীন হতে হয় বিভিন্ন সমস্যার।
এ ধরনের পরিস্থিতিতে প্রয়োজন সীমিত সময়ের মধ্যে ঘরে বসে হাতের নাগালে সকল ব্যাংকের লোন বিষয়ক তথ্যাবলী পাওয়া, যা আপনার পছন্দের লোন বাছাই করে নিতে সাহায্য করবে।
স্মার্টকম্পেয়ার ডট কম (http://www.smartkompare.com) এর যাত্রা এই সুবিধাটি দিতেই। এখানে বাংলাদেশের ব্যাংক লোনের বিভিন্ন তথ্যাবলী রয়েছে।
এ বিষয়ে স্মার্টকম্পেয়ারের সিইও রন মাহবুব বলেন, আমাদের জীবনে ব্যক্তিগত অর্থনৈতিক সিদ্বান্ত গ্রহন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু লোন, ক্রেডিট কার্ড বা ইন্সুরেন্স এর মত বিষয়ে সঠিক সিদ্বান্ত নেওয়ার জন্য তথ্য পাওয়া সহজ ও সুলভ নয়। স্মার্টকম্পেয়ার এই ক্ষেত্রে ব্যবহারকারীদের সমস্যা সমাধানের জন্য একটা প্লাটফর্ম হিসাবে কাজ করবে।
এই ওয়েবসাইটের মাধ্যমে নিমিষেই বিভিন্ন ব্যাংক লোনের তুলনামুলক সুবিধাবলী জানা এবং চাহিদা ও সীমাবদ্বতা অনুযায়ী পছন্দের লোন বেছে নেয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসজেডএম