ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৭ হাজার টাকায় চামড়ার নেটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মে ১৫, ২০১১
৩৭ হাজার টাকায় চামড়ার নেটবুক

আসুসের আলোচিত করিম রশিদ সিরিজের ‘ইপিসি ১০০৮পি’ মডেলের নতুন নেটবুক এখন দেশে। করিম রশিদ সিরিজের নেটবুকের কভার রঙিন চামড়ায় আচ্ছাদিত থাকে।



এ নেটবুকের কারিগরি বৈশিষ্ট্যের মধ্যে আছে ইন্টেল অ্যাটম ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক এবং ১০.১ ইঞ্চি ডিসপ্লে।

অন্যদিকে যোগাযোগ মাধ্যমে আছে ওয়াইফাই, ওয়েবক্যাম, ১০/১০০ ল্যান, হাইডেফিনেশন অডিও, মেমোরি কার্ড রিডার, ব্লটুথ, ৩টি ইউএসবি পোর্ট এবং উইন্ডোজ ৭ স্টার্টার অপারেটিং সিস্টেম।

বাদামী এবং গোলাপী এ দুটি রঙে নেটবুকটি পাওয়া যাচ্ছে। এ মুহূর্তে দাম ৩৭ হাজার টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৯১৫ ৪৭৬৩৫৫, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ২২০০ ঘণ্টা, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।