ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১ কোটি ভক্তের রাণী লেডি গাগা!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১১
১ কোটি ভক্তের রাণী লেডি গাগা!

অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি টানলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগা।

সামাজিক খুদে বার্তার সাইট টুইটারের ইতিহাসে ১ কোটি ভক্তের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

টুইটার সূত্র এ তথ্য জানিয়েছে।

টুইটারের এ রেকর্ড গড়ার পর লেডি গাগা তার আবেগআপ্লুত কন্ঠে ভক্তদের ধন্যবাদ জানান। এ রেকর্ড তার ভক্তদেরই অর্জন বলে তিনি উল্লেখ করেন।

এ রেকর্ড গড়তে লেডি গাগাকে পেছনে ফেলতে হয়েছে সেলিব্রেটি ব্রিটনি স্পিয়ার্সকে। গত তিন মাস ধরে তিনি টুইটারের ভক্তের হিসাবে নিজেকে শীর্ষে ধরে রেখেছিলেন।

উল্লেখ্য, টুইটারের জনপ্রিয় শীর্ষ তিন সেলিব্রেটির মধ্যে আরেকজন হচ্ছেন হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যাসটন কুচার।

এ মুহূর্তে ফেসবুকে খতিয়ানে লেডি গাগার ২ কোটি ৪০ লাখ ভক্ত আছে। তবে ফেসবুকের হিসেবে এ পরিসংখ্যান রেকর্ডকে স্পর্শ করেনি।

বাংলাদেশ সময় ২২৪৭ ঘণ্টা, মে ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।