ঢাকা: আগামী ১৪ জুলাই নিউইয়র্ক সিটিতে ‘অ্যাক্সন’ হ্যান্ডসেটটি উন্মুক্ত করতে যাচ্ছে চীনভিত্তিক বহুজাতিক টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিটিই। উচ্চক্ষমতা সম্পন্ন এ হ্যান্ডসেটটি প্রথমদিকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা হাতে পাবেন।
গ্যালাক্সি এস৬, এইচটিসি ওয়ান এম৯ সহ নামদামি অনেক প্রতিষ্ঠানের হ্যান্ডসেটের র্যাম তিন গিগাবাইট হলেও, জিটিই অ্যাক্সন’র র্যাম ৪ গিগাবাইট।
তবে অ্যাক্সনের আগে চার গিগাবাইট র্যাম নিয়ে বাজারে আসে আসুস জেনফোন২।
পিথালো নীল, আয়ন গোল্ড এবং ক্রোমিয়াম সিলভার এই তিনরঙে পাওয়া যাবে জিটিই অ্যাক্সন।
হ্যান্ডসেটটির ফিচারের বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। এর মূল্য কত হবে সে বিষয়েও জানাতে পারেনি সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
জেডএস