ঢাকা: ডিজিটাল বাংলাদেশের অন্যতম অনুষঙ্গ গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের বহুল প্রতিক্ষিত দু’টি ব্লকে ডেভেলপার নিয়োগের চুক্তি স্বাক্ষর হবে রোববার (২৮ জুন)।
ওই দিন রাজধানীর একটি হোটেলে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সামিট টেকনোপলিস’র চুক্তি স্বাক্ষর হবে।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি এবং বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
চুক্তির মাধ্যমে হাইটেক পার্কের ২ এবং ৫ নং ব্লকে ডেভেলপার নিয়োগ হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
আইসিটি বিভাগের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সামিট গ্রুপ এবং ভারতের ইনফিনিটির যৌথ কনসোর্টিয়াম সামিট টেকনোপলিস মূলত দু’টি ব্লকে ভবন তৈরির কাজ করবে।
আগামী ৪০ বছর তাদের ব্যবস্থাপনায় এই দু’টি ব্লকে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে জায়গা বরাদ্দ সংক্রান্ত কাজ পরিচালিত হবে সামিট টেকনোপলিস’র অধীনে।
হাইটেক পার্কের আরও দু’টি ব্লকের কাজ করবে মালয়েশিয়ান একটি প্রতিষ্ঠান। তাদের সঙ্গেও শিগগিরই চুক্তি হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২০১৫
এমআইএইচ/জেডএস