ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাইবার অপরাধ বন্ধে আইনের বাস্তবায়ন হচ্ছে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
সাইবার অপরাধ বন্ধে আইনের বাস্তবায়ন হচ্ছে না ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে আইনের সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন নাগরিক উদ্যোগ-এর নির্বাহী পরিচালক জাকির ইকবাল।

শনিবার (জুন ২৭) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’ আয়োজিত এক মতবিবিময় সভায় তিনি অভিযোগ করেন।



‘নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা: পর্যালোচনা সাইবার নিরাপত্তা আইন-২০০৯’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি জাকির ইকবাল বলেন, আইসিটি অ্যাক্টের ৫৭ ধারাটি পরিমার্জন ও পরিবর্ধন করলে সাইবার ক্রাইম আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

‘এ ধারায় মানুষের মত প্রকাশের অধিকার খর্ব হচ্ছে। এতে কোনো ব্যক্তিই তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারবে না। ’

তিনি বলেন, সাইবার অপরাধ ও অপরাধীদের নিয়ন্ত্রণে এ সংক্রান্ত আইনের সঠিক বাস্তবায়ন হচ্ছে না।

নাগরিক উদ্যোগ-এর নির্বাহী পরিচালক জাকির ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া, অ্যাডভোকেট আসাদুজ্জামান, বিপ্লবী ওয়ারর্কাস পাটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক, শিরিন হক, রেজাউর রহমান লেলিন প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন, ২৭, ২০১৫
এসজেএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।