ঢাকা: স্মার্টফোনের বাজারে একসময় আধিপত্য বিস্তারকারী ব্ল্যাকবেরির দখলে এখন মাত্র ১ শতাংশ বাজার শেয়ার। ২০১৩ সালের জানুয়ারিতে টাচস্ক্রিন বিবি১০ ছেড়েও বাজার ধরতে পারেনি কোম্পানিটি।
তবে বাজার ধরতে এবার অ্যান্ড্রয়েডের শরণাপন্ন হচ্ছে কানাডার টেলিকমিউনিকেশ এবং ওয়ারলেস ইক্যুপমেন্ট কোম্পানি ব্ল্যাকবেরি লিমিটেড।
শিগগিরই কোম্পানিটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি স্মার্টফোন ছাড়ছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। শুধু তাই নয়, ‘ভেনিস’ কোডনেমের হ্যান্ডসেটটির একটি ছবিও প্রকাশিত হয়েছে।
হ্যান্ডসেটটিতে স্যামসাং গ্যালাক্সি এস৬’র মতো কার্ভ রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।
এদিকে, এ বছরই ব্ল্যাকবেরি আরো একটি স্লাইড ডিভাইস ছাড়তে পারে। এ ডিভাইসটিও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে বলে দু’টি সূত্র নিশ্চিত করেছে।
স্লাইড ডিভাইসটিতে টাচস্ক্রিনের পাশাপাশি ব্যবহারকারীর সুবিধার্থে কিবোর্ডও থাকবে।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
জেডএস