ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৫ হাজার টাকায় ২১ ইঞ্চি এলইডি মনিটর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ১৮, ২০১১
১৫ হাজার টাকায় ২১ ইঞ্চি এলইডি মনিটর

আসুস ‘এমএস২২৮এইচ’ মডেলের এলইডি মনিটর এখন দেশে। আল্ট্রা স্লিম আকৃতির ২১.৫ ইঞ্চির এ মনিটরে আছে ভিজ্যুয়াল এবং পরিবেশবান্ধব ফিচার।



এ মনিটর চোখের জন্য ইজি লুক, পরিষ্কার ও উজ্জ্বল রঙ্গীন দৃশ্য উপভোগে এতে আছে আসুস স্মার্ট কন্ট্রাস্ট রেশিও, এইচডিএমআই পোর্ট সাপোর্টসহ ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন, আসুস এসপ্লেন্ডিড ভিডিও ইন্টেলিজেন্স এবং ট্রেস ফ্রি প্রযুক্তি।

আরও আছে ডিভিআই-ডি ইনপুট এবং এইচডিএমআই ভিডিও ইনপুট প্রভৃতি। এছাড়া মনিটরটির পিক্সেল পীচ ০.২৪৮ মিলিমিটার, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ডিগ্রি/১৬০ডিগ্রি, রেসপন্স টাইম ২ মিলি সেকেন্ড এবং এটি এইচডিসিপি সমর্থন করে।

এ মুহূর্তে দাম ১৫ হাজার ৫০০ টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৭১৩ ২৫৭৯৩৮, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ১৬০২ ঘণ্টা, মে ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।