ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদে হুয়াইয়ের ‘ওয়াই ফাইভ সি’তে ডিস্কাউন্ট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
ঈদে হুয়াইয়ের ‘ওয়াই ফাইভ সি’তে ডিস্কাউন্ট

এই ঈদে সুলভে মানসম্মত একটি স্মার্টফোন যারা খোঁজ করছেন তাদের জন্য উপযুক্ত হতে পারে হুয়াইয়ের ‘ওয়াই ফাইভ সি’। পণ্যটির আগের মূল্য ৭ হাজার ৬৯৯ টাকার যায়গায় এখন এটি পাওয়া যাবে ১ হাজার টাকা কমে।



বিশ্বের শীর্ষ স্থানীয় স্মার্টফোন নির্মাতা ঈদ উপলক্ষ্যে বাংলাদেশের গ্রাহকদের জন্য আকর্ষনীয় ছাড়টি দিচ্ছে।

তথ্য মতে, একই মূল্যের বাজারের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় হুয়াইয়ের এই মডেলটিতে চমৎকার কিছু ফিচার রয়েছ। যা এরইমধ্যে স্মার্টফোনের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।

‘ওয়াই ফাইভ সি’তে অন্তর্ভূক্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর, এক জিবি ৠাম, ৮ জিবি রম, পেছনে এলইডি ফ্লাশসহ ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা এবং সামনে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরও আছে ৪.৫ ইঞ্চির এফ ডব্লিউভিজিএ মাল্টিটাচ স্ক্রীন এবং ডুয়েল সিম স্লট।

সর্বশেষ অ্যান্ড্রয়েড কিটক্যাট ওএস ভার্সন ৪.৪ দ্বারা পরিচালিত এই ফোনটিতে আছে জি সেন্সর ও ১৭৩০ এমএএইচ ব্যাটারি।
সাদা এবং কালো রঙে পাওয়া যাচ্ছে এটি।

এছাড়া হার্ডকোর মোবাইল গেমারদের জন্য রয়েছে হুয়াই জি প্লে মিনি স্মার্টফোন। দাম ১৫,৯৯০ টাকা।

এই ফোনটিতে আছে ১.২ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর, ইমোশন ইন্টারফেস ৩.০ সহ অ্যান্ড্রয়েড ৪.৪ ওএস, ২ জিবি র‌্যাম, ৮ জিবি রম, এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরা।

সর্বোচ্চ ৩২ জিবি মাইক্রোএসডি কার্ড সমর্থিত ৫ ইঞ্চির এই ফোনটি অটোরোটেশন ডিসপ্লের।

পণ্যটি আল্টিমেট পাওয়ার সেভিং টেকনোলজি সহ ২৫৫০ এমএএইচ ব্যাটারি, অক্টা-কোর প্রসেসর ও ২ জিবি র‌্যাম সমৃদ্ধ।

গেমারদের জন্য আদর্শ এই ফোনটির দাম পড়বে ১৫৯৯০ টাকা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।