ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিকাশ নয়, লেনদেন হবে ই-ক্যাশে

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বিকাশ নয়, লেনদেন হবে ই-ক্যাশে

ঢাকা: টাকার লেনদেনে সরকারি পণ্য ই-ক্যাশকে উৎসাহিত করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

এ বিভাগের নতুন দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ই-ক্যাশ ব্যবহার করে রাজস্বের বড় একটি অংশ সরকারেরই থাকবে।


 
মঙ্গলবার (২৮ জুলাই) থেকে শুরু হওয়া জাতীয় জেলা প্রশাসক সম্মেলন-২০১৫’র সংশ্লিষ্ট অধিবেশন শেষে তিনি এসব কথা বলেন।
 
তারানা বলেন, বিশেষ কোনো নির্দেশনা সেভাবে ছিল না। আমরা চাচ্ছি, সরকারি কর্মকর্তা যারা রয়েছেন, তারা অন্তত যেন সরকারি ই-ক্যাশ ব্যবহার করেন।
 
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যে ভাতাগুলো রয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারিরাও যদি নিজেরা সরকারি ই-ক্যাশ ব্যবস্থা ব্যবহার করেন, তাহলে সরকারি রাজস্ব সরকারের খাতেই থেকে যায়।

৪০ হাজার কোটি টাকার যে ট্রানজেকশন হয়, তারও বেশি টাকা থাকবে। বয়স্ক ভাতা, উপবৃত্তিসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। ন্যাশনাল আইডির মাধ্যমে যেন বৈধভাবে ক্যাশ ট্রান্সফার হয়, সেটি উৎসাহিত করছি আমরা। এটি সরকারেরই একটি পণ্য।
 
৯০ দিনের মধ্যে আরও ৪০টি উপজেলাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগের আওতায় আনা হবে বলে জানান তারানা।   
 
তিনি বলেন, ২শ ৯০টি উপজেলায় অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগের সঙ্গে ৯০ দিনের একটি টার্গেট রয়েছে আমাদের। এ সময়ের মধ্যে আরও ৪০টি উপজেলা ফাইবার ক্যাবল সংযোগের আওতায় আনা হবে।
 
ভোলাসহ বিভিন্ন উপজেলায় দ্রুতগতির ইন্টারনেট চালুর চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।
 
তারানার আগে বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান কবিতার ছন্দে বলেন, ‘প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য, ডিজিটাল বাংলাদেশ হবে সব মানুষের জন্য। ’
 
তিনি আরও বলেন, আমরা মূলত আলোচনা করেছি। প্রযুক্তির সুফল যেন সবাই পায় সেই লক্ষ্যে কাজ হচ্ছে, সেই লক্ষ্যে কাজ হবে।
 
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।