ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে থ্রি-জি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে থ্রি-জি

ঢাকা: টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে থ্রি-জি কাভারেজের আওতায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সম্প্রসারণের ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসকদের (ডিসি) জানিয়েছে সরকার।

ডিসি সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রেস ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব আশরাফ শামীম।



বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি সাংবাদিকদের আরও বলেন, উপজেলা পর্যায়ে অপটিক্যাল ফাইবার সংযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোলা জেলাকে অপটিক্যাল ফাইবারের আওতায় এনে ইন্টারনেট স্পিড বাড়ানোর ব্যবস্থা নেবে সরকার।

পুরাতন জরাজীর্ণ ডাকঘরগুলো মেরামতের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান আশরাফ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে সব বিমানবন্দরে ওয়াই-ফাই সংযোগ এবং প্রতিটি বিভাগীয় শহরে আইটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে।

জেলা শহরে বিজ্ঞান মেলা আয়োজনে বরাদ্দ বাড়ানো, শিক্ষানুরাগীদের সংশ্লিষ্টকরণ করবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এমআইএইচ/এসএমএ/জেডএস

** নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান ডিসিরা
** দুই মন্ত্রণালয়ে ডিসিদের চাহিদা বেশি
** শিল্পপ্লট বরাদ্দে মন্ত্রীর তাগিদ
** রফতানি বাড়াতে ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট’
** ভূমি অফিসে ভোগান্তি নিরসনে ডিসিদের নির্দেশনা
** সীমান্ত সমস্যা সমাধানের সুযোগ পাবেন জেলা প্রশাসকরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।