ইন্টারনেট সুবিধার ডেস্কটপ, ল্যাপটপ, টুইনওয়ান পিসি, ট্যাব, স্মার্টফোন ও এক্সবক্স গেমিং কনসোলসহ বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার উপযোগী মাইক্রোসফটের নতুন ওএস ‘উইন্ডোজ ১০’ এসেছে দেশের বাজারে।
উইন্ডোজের সবশেষ এই ভার্সনটি নিয়ে এসেছে প্রযুক্তিপণ্য সরবরাহকারী ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
প্রাতিষ্ঠানিক সুত্র মতে, বিশ্ববাজারে অবমুক্তির সঙ্গে সঙ্গে সর্বপ্রথম দেশের বাজারে এই সফটওয়্যারটির দুইটি লাইসেন্স সংস্করণ আনা হয়েছে।
এর মধ্যে উইন্ডোজ ১০ হোম এর মূল্য ১০ হাজার ৪৭৫ টাকা এবং উইন্ডোজ ১০ প্রো- এর দাম রাখা হয়েছে ১৩ হাজার টাকা।
উইন্ডোজের লেটেস্ট ভার্সনটি ব্যবহারে আগ্রহীরা এর সাথে ইনস্টলেশন ও বিক্রোয়ত্তর পরামর্শ সেবাও পাবে।
কাজের গতিময়তা ও নিরাপত্তার পাশাপাশি ওএস দুনিয়ায় নতুন যুগের সূচনাকারী উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে সংযুক্ত করা হয়েছে নতুন ব্রাউজার মাইক্রোসফট এজ।
আরো আছে ডিজিটাল সহকারী- ‘কর্টানা’, মাল্টিপল ডেস্কটপ, টাস্কভিউ, এক্সবক্স অ্যাপ্লিকেশন সহ নানা ফিচার।
এ বিষয়ে সরাসরি জেনে নেয়া যাবে এই ‘০১৯৩৯৯১১৯৬৫২’ নাম্বারে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসজেডএম