ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নবগঠিত আইসিটি অধিদপ্তরের কার্যক্রম শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
নবগঠিত আইসিটি অধিদপ্তরের কার্যক্রম শুরু

অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইিসিটি) অধিদপ্তরের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার আগারগাঁওস্থ আইসিটি অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় নবগঠিত তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের প্রথম মাসিক সমন্বয় সভা।

এতে সভাপতিত্ব করেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন আহমেদ।

অধিদপ্তরের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী নিয়ে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ)  মাহফুজুল হক।

সভায় রূপকল্প-২০২১: ডিজিটাল বাংলাদেশ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত এবং প্রান্তিক জনগোষ্ঠির কাছে তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আইসিটি অধিদপ্তর গঠন করায় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর আইিসিটি উপদেষ্টা, আইসিটি প্রতিমন্ত্রী ও আইসিটি সচিবের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করা হয়। সেইসাথে ২ জন প্রোগ্রামারসহ ২০০ জন আইটি কর্মকর্তাকে স্থানান্তর অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে মাঠ পর্যায়ে আইসিটির সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রেখে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই উদ্যোগের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত কাজে সমন্বয়, যে কোন সমস্যার দ্রুত সমাধানসহ তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার প্রয়াস আরও একধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ করছেন সংশ্লীষ্টরা।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।