ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন রুপে পারফেক্ট ব্র্যান্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
নতুন রুপে পারফেক্ট ব্র্যান্ড

বদলে গেলো দেশী আইটি ব্র্যান্ড পারফেক্ট এর লগো। প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স পরিবেশিত পারফেক্টের সবুজ রঙের চৌকানা নতুন লগোতে এখন দৃশ্যমান পরিবেশ বান্ধব প্রযুক্তি।



এছাড়া কেনার ৪৮ কার্যদিবসের মধ্যে বিক্রয়োত্তর সেবা যুক্ত করে নিশ্চিত করা হয়েছে গ্রাহক বান্ধব সুবিধা।

উল্লেখ্য, পারফেক্ট ব্র্যান্ডের রয়েছে টিভি কার্ড, বাংলা বর্ণমালা যুক্ত কি-বোর্ড ও কেসিং। এরমধ্যে নুতন আঙ্গিকে বাজারে ছাড়া হয়েছে দুটি ভিন্ন মডেলের টিভি কার্ড।

ফুল এইচডি রেজ্যুলেশন যুক্ত পারফেক্ট স্মার্ট পাওয়ার ২৮৩০-ই টিভি কার্ডের ছবির ঘনত্ব ১৯২০ বাই ২১০০। আরেকটি মডেল পারফেক্ট ইজি গো ২৮৬০-ই মডেলের রেজ্যুলেশন ৭৬৮ বাই ১০২৪।

প্রায় ২০০ চ্যানেল সমৃদ্ধ ও লাইভ টিভি পজিং সুবিধার এই টিভি কার্ডের সঙ্গে রয়েছে একটি ডেস্ক স্ট্যান্ড, রিমোর্ট কন্ট্রোল, ভিজিএ ও স্টেরিও ক্যাবল।

ডিভাইস দুটির দাম যথাক্রমে ১৯৫০ এবং ১৮০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।