ঢাকা: পাখির কিচির-মিচির শব্দে সকালে ঘুম থেকে ওঠেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই শব্দগুলোর অনেকগুলোই হয়তো আপনার পরিচিত।
তবে চিন্তা নেই, তাদের জন্য ‘ওয়ারব্লার’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই অ্যাপের মাধ্যমে ব্রিটেনের দু’শর বেশি পাখির স্বর দিয়ে পাখির নাম জানতে পারবেন সহজেই।
অ্যাপটির কার্যকারিতা সর্ম্পকে জানা যায়, কোনো পাখি আওয়াজ করছে এমন সময় অ্যাপটির মাধ্যমে তা রেকর্ড করলে সম্ভাব্য পাঁচটি পাখির নাম পর্দায় ভেসে উঠবে। যা থেকে আপনি পাখির পরিচয় জানতে পারবেন। এক্ষেত্রে শতকরা ৯৫ শতাংশ সফলতার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে ৩.৯৯ পাউন্ডে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে।
বিষয়টি আধুনিক প্রজন্মের পাখিপ্রেমীদের আরো অনুপ্রেরণা দেবে উল্লেখ করে ওয়ারব্লার সহ-প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স উইলকিনসন বলেন, ব্ল্যাকবার্ড ও রবিনের গানের মধ্যে যে ভিন্নতা রয়েছে তা অনেকেই বোঝেন না। বিষয়টি আমাকেও অনেক ভুগিয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
জেডএস