ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রিকো ইমপ্রুভমেন্ট অ্যাওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ২৪, ২০১১

ভিয়েতনামের হো চি মিন শহরের নিউ ওয়ার্ল্ড হোটেলে রিকেভ এশিয়া প্যাসিফিক অ্যানুয়াল ডিস্ট্রিবিউটর কনফারেন্স২০১১ অনুষ্ঠিত হলো।

এ অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিকো মোস্ট ইমপ্রুভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে স্মার্ট টেকনোলজিস বিডি।

গত দু’বছরে পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ১৬৫ ভাগ গ্রোথ রেট অর্জন করায় স্মার্ট টেকনোলজিস এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

এ অনুষ্ঠানে অতিথি ছিলেন রিকো এশিয়া প্যাসিফিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাবুয়াকি মাজিমা ও মহাব্যবস্থাপক নাকাজি, স্মার্ট টেকনোলজিস বিডির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, সহ-মহাব্যবস্থাপক মিজানুর রহমান সরকার এবং রিকো এশিয়া প্যাসিফিক অঞ্চলভুক্ত দেশগুলোর শীর্ষ প্রতিনিধিরা।

বাংলাদেশ সময় ২০২২ ঘণ্টা, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।