বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্র থেকে: বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই দশর্নাথীরা ভিড় জমাতে শুরু করেন মেলায়। ভেতরের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় কাউন্টারে তখনও টিকিট বিক্রি শুরু হয়নি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান তিনদিনব্যাপী ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো’র দ্বিতীয় দিন শুক্রবার (১৪ আগস্ট) মেলা শুরুর আগের চিত্র ছিল এমন।
কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই পাল্টে গেলো মেলা প্রাঙ্গণের চিত্র। প্রযুক্তিপ্রেমীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণে ভেসে আসতে লাগলো বিক্রেতাদের পণ্য বিক্রির হাঁকডাক। ক্রেতা আকর্ষণে বারবার নিজেদের পণ্যের সর্বনিম্ন মূল্য আওড়াচ্ছেন বিক্রেতারা।
কোনো একটি স্টলের বিক্রেতার পণ্য বিক্রির স্টাইল ধরেই মূলত শুরু হয় এ প্রতিযোগিতা। এর কিছুক্ষণের মধ্যেই তা অনুসরণ করতে শুরু করেন আশপাশের সবাই।
দুই হাজার টাকা ছাড়ে পণ্য, চার হাজার পাঁচশ টাকায় ট্যাব, বিশ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক মাত্র আটশ টাকায়- এমন সব হাঁকডাকে ক্রেতারাও বেশ আকৃষ্ট হচ্ছেন।
সাড়া কেমন, জানতে চাইলে হাঁক দেওয়া বিক্রয় কর্মী কৌশিক বলেন, একবার হাঁক দিয়ে দু’তিনটি পাওয়ার ব্যাংক বিক্রি হচ্ছে।
তবে বিক্রেতাদের হাঁকে বেশ দিশেহারা অবস্থায় পড়তে দেখা গেছে অনেক ক্রেতাকে। কোন অফারটি রেখে কোনটি নেবেন- এ নিয়ে দ্বিধায় পড়ছেন তারা। এপাশ-ওপাশ করে ঘুরে বেড়াচ্ছেন সবগুলো স্টল। বেছে নিচ্ছেন আকর্ষণীয় অফারটি।
সকালে এ হাঁকডাক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দশনার্থীদের ভিড় বাড়ায় হাঁকডাকের প্রতিযোগিতাও বাড়ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) শুরু হওয়া এ মেলা চলবে শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলা। মাত্র বিশ টাকা টিকিট কেটে মেলায় প্রবেশ করতে পারছেন প্রযুক্তিপ্রেমীরা। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে ঢুকতে পারবেন বিনামূল্যে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এসকেএস/জেডএস/এএ
** এলিট হ্যান্ডসেটে তিন প্রাধান্য
** স্টাইলাস ব্র্যান্ডের হ্যান্ডসেট নিয়ে মেলায় এসিআই
** মেলায় সাড়ে ৪ হাজারে ট্যাব
** প্রথমবারের মতো ‘ওয়ানপ্লাস টু’ আনলো ডিএক্স জেনারেশন
** ওকাপিয়া’র ফোন-ট্যাবে পাওয়ার ব্যাংক ফ্রি
** বৃষ্টিভেজা সকালে মেলার শুরুতেই লম্বা লাইন
** স্মার্টফোন মেলার আকর্ষণ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন
** বিক্রির শীর্ষে সিম্ফনি এক্সপ্লোরার পি৬
** মেলায় মোবাইল কিনে সিঙ্গাপুর!
** প্রথম দিনেই জমজমাট রবির স্মার্টফোন-ট্যাব মেলা
** প্রযুক্তি উন্নয়নে বাংলাদেশ একটি মডেল
** রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর পর্দা উঠলো