চার্জ ও তথ্য সংরক্ষণ করতে পারে এমন একটি ওয়াইফাই রাউটার এসেছে দেশের বাজারে।
অনলাইন কর্মী বা প্রযুক্তি পেশাজীবিদের জন্য ডি-লিংকের এসি সিরিজের এই রাউটারটি এনেছে দেশের অন্যতম প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
ডি-লিংকের তারহীন প্রযুক্তির ডিআইআর ৫১০ এল এসি৭৫০ মডেলটিতে পাওয়ার ব্যাংক ও তথ্য সংরক্ষণ সুবিধা থাকায় ইন্টারনটে সংযোগ ছড়িয়ে দেয়ার পাশাপাশি মোবাইল ফোন চার্জ দেয়া যায়। এছাড়া একই নেটওয়ার্কে সংযুক্ত নেট ব্যবহারকারীরা এর মাইডিলিংক শেয়ার পোর্ট ব্যবহার করে এফটিপি সার্ভারের মাধ্যমে ডকুমেন্ট, ফটো, ভিডিও সংরক্ষণ ও শেয়ার করতে পারবেন।
থ্রি ইন ওয়ান সুবিধার এই রাউটারে ব্রডব্যান্ড কিংবা মডেমের মাধ্যমে জিএসএম নেটওয়ার্কে থ্রিজি ও ফোরজি ইন্টারনেটে সংযুক্ত থাকা যাবে।
এতে ২.৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ এর দুটি ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে যার মাধ্যমে যথাক্রমে ৩০০ এমবিপিএস এবং ৪৩৩ এমবিপিএস গতিতে ডাটা ট্রান্সফার হয়।
অন্তত ৩০ মিটারের মধ্যে ১০ জন পর্যন্ত এই রাউটারের মাধ্যমে সর্বোচ্চ গতির ইন্টারনেটে সংযুক্ত থাকতে পারবেন।
পকেট সাইজের রাউটারটির রিচার্জেবল ব্যাটারি ক্ষমতা ৪০০০ এমএএইচ।
আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ১০ হাজার ৫০০ টাকা মূল্যের এই রাউটারে ১০ থেকে ১৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে পরিবেশক প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এসজেডএম