ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফুজিৎসু লাইফবুকে ‘ট্রিপল মাস্তি’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
ফুজিৎসু লাইফবুকে ‘ট্রিপল মাস্তি’

আসছে ঈদ উল আজহায় একটি ল্যাপটপের সঙ্গে তিনটি উপহার দিচ্ছে দেশের অন্যতম প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। ‘‘ফুজিৎসু ট্রিপল মাস্তি” শীর্ষক এই অফারে প্রতিষ্ঠানটি তাদের পরিবেশিত জাপানি অরিজিন ফুজিৎস এএইচ ৫৪৪ মডেলের লাইফবুকের সঙ্গে একটি ফুজিৎসু ব্যাকপ্যাক, একটি অ্যাপাসার পাওয়ার এবং স্টার সিনেপ্লেক্সে মুভি দেখার একটি টিকেট উপহার ঘোষণা করেছে।



স্টক থাকা পর্যন্ত  অফারটি উপভোগ করতে পারবেন ক্রেতারা।

কোর আই থ্রি প্রসেসরের এই লাইফবুকের অন্য বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ৪ জিবি ৠাম ও ৭৫০জিবি হার্ড ডিস্ক।

লাইফবুকটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার টাকা।        

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।