গিগাবাইট ব্র্যান্ডের ১০০ সিরিজের মাদারবোর্ড এসেছে দেশের বাজারে। ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর সমর্থিত সিরিজটিতে রয়েছে জেড১৭০এক্স-গেমিং ৫, জেড১৭০এক্স-গেমিং৭, জিএ-এইচ৮১এম-ডিএস২ভি এবং জিএ-এইচ৮১এম-এস২পিভি মডেল।
নতুন এই মাদারবোর্ড সম্প্রতি ‘গিগাবাইট হানড্রেড সিরিজ মাদারবোর্ড লঞ্চিং সিরিমনি’তে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ ও বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং গিগাবাইট এর কান্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান সহ সংশ্লিষ্টরা।
বক্তব্যে জাফর আহমেদ বলেন, গিগাবাইট ১০০ সিরিজের মাদারবোর্ডগুলো ইন্টেলের জেড১৭০ চিপসেট ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে। ইন্টেলের ৬ষ্ঠ প্রজন্মের প্রসেসরের ব্যাপক চাহিদার কারণে নতুন এই মাদারবোর্ডটি নিয়ে আসা।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এসজেডএম