গণ বিশ্ববিদ্যালয়: গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে উদযাপিত হয়ে গেল ‘গুগল’ আয়োজিত এক হাজার নতুন অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরির লক্ষে মাসব্যাপী বিশেষ ‘স্টাডি জ্যাম’ সেশনের প্রথম ক্লাস।
পরিচালনায় ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের বেসিস স্টুডেন্ট ফোরামের কনভেনার মো. মোজাম্মিল হোসেন।
৩৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে গুগল স্টাডি জ্যাম সেশনের প্রথম ক্লাস উদ্বোধন করেন ভৌত ও গাণিতিক বিদ্যা অনুষদের ডিন হাসিন অনুপমা আজহারী এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষকরা।
‘অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগেনার্স’ শিরোনামের এক মাসের এই কোর্স সম্পন্ন করার পর সবাইকে উডাসিটি ও গুগলের আলাদা সনদ দেওয়া হবে।
বাংলাদেশে গুগলের এই কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করছে গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) চারটি কমিউনিটি- জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাঁও, জিডিজি বাংলা ও উইমেন টেকমেকার।
বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
জেডএস