ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেটওয়ে অপারেটরদের কলরেট বাড়ানো মানা যায় ‍না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
গেটওয়ে অপারেটরদের কলরেট বাড়ানো মানা যায় ‍না

ঢাকা: মন্ত্রণালয়কে অবহিত না করে আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরগুলোর (আইজিডব্লিউ) কলরেট বাড়ানোয় সরকারের যে রাজস্ব ক্ষতি হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর অধীনস্থ দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।


 
সম্প্রতি আইজিডব্লিউ কলরেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট (এক ডলার= ১শ’ সেন্ট) করা হয়।
 
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ ভিওআইপি বাড়লে ও এর ফলে সরকারের রাজস্ব ক্ষতি হলে তা মেনে নেওয়া হবে না।
 
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী অবৈধ ভিওআইপি বন্ধে কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এ বিষয়ে কোনো প্রকার শৈথিল্য মেনে নেওয়া হবে না।
 
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফায়জুর রহমান চৌধুরী, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এবং মন্ত্রণালয় ও সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
এমআইএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।