ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বের প্রথম ৪কে পর্দার স্মার্টফোন আনলো সনি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
বিশ্বের প্রথম ৪কে পর্দার স্মার্টফোন আনলো সনি ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের প্রথম ৪কে (৪ হাজার পিক্সেল) আল্ট্রা হাই ডেফিনেশন পর্দার  স্মার্টফোন উন্মুক্ত করলো জাপানভিত্তিক বহুজাতিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনি। ‘জি৫ প্রিমিয়াম’ হ্যান্ডসেটটির পর্দা অন্য যেকোনো ফুল এইচডি পর্দার স্মার্টফোনের তুলনায় ৪ গুণ বেশি পিক্সেল।



হ্যান্ডসেটটির বিশেষত্ব হলো, এর মাধ্যমে আপনি যেকোনো ছবি বা ভিডিও আরও স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাবেন, এমনকি ইউটিউবও। আর ভিডিও করা যাবে আল্ট্রা হাই ডেফিনেশন কোয়ালিটির।

৫.৫ ইঞ্চি পর্দার ‘জি৫ প্রিমিয়াম’র অপারেটিংয়ে রয়েছে অ্যান্ড্রয়েডের ৫.১ ভার্সন। এর অক্টাকোর প্রসেসরের সঙ্গে ৠাম ৩ গিগাবাইট। আর রেজ্যুলেশন ২১৬০*৩৮৪০ পিক্সেল।

৩২ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতার হ্যান্ডসেটটির মূল ক্যামেরা ২৩ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

আগামী নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে ‘জি৫ প্রিমিয়াম’। এর আগে অক্টোবরে এক্সপেরিয়া জি৫ ও এক্সপেরিয়া জি৫ কম্প্যাক্ট বাজারে ছাড়বে সনি।

তবে হ্যান্ডসেটগুলোর মূল্য কত হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।