ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অবৈধ ভিওআইপি’র তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
অবৈধ ভিওআইপি’র তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

ঢাকা: অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কলের ব্যাপারে তথ্য দিলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।



তিনি জানান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ অনুযায়ী অবৈধ ভিওআইপি কল আদান-প্রদান দণ্ডনীয় অপরাধ। সরকার এর বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সঠিক তথ্য দিলে তথ্যপ্রদানকারীকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করা হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর এ তথ্য দেয়া যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমআইএইচ/এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।