ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটস অ্যাপের ব্যবহারকারী ৯০ কোটি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
হোয়াটস অ্যাপের ব্যবহারকারী ৯০ কোটি

ঢাকা: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি। যা প্রতিযোগিতায় থাকা মেসেজিং অ্যাপ উইচ্যাট, ফেসবুক মেসেঞ্জার ও লাইন’র তুলনায় অনেক বেশি।



ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন হোয়াটস অ্যাপের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জন কউম।

পোস্টে তিনি লেখেন, বিশ্বব্যাপী হোয়াটস ‍অ্যাপের মাসিক ব্যবহারকারীর সংখ্যা এখন ৯০ কোটি।

টেক্সট মেসেজ, ভয়েস কল, ভিডিও ও ছবি শেয়ার করার মতো ভাব আদান-প্রদান বিষয়গুলো সহজে করার পাশাপাশি প্রথম বছর এসব সেবা ফ্রি হওয়ায় বিশ্বব্যাপী হোয়াটস ‍অ্যাপের দ্রুত জনপ্রিয়তার কারণ।

তবে গত দুই বছরে নিজেদের প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ব্যবহারকারী টানতে সক্ষম হয়েছে হোয়াটস অ্যাপ।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে ১৯ বিলিয়ন ডলারে হোয়াটস অ্যাপকে কিনে নেয় সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।