বনানী মাঠ থেকে: সাইবার ক্রাইম সম্পর্কে র্যাবের কাছে অভিযোগের পরামর্শ দিয়ে বাহিনী প্রধান বেনজীর আহমেদ জানান, এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন।
বাংলাদেশ ইন্টারনেট উইকের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বেনজীর অহমেদ বলেন, সাইবার নিরাপত্তা মেনে ইন্টারনেট ব্যবহার করতে হবে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে বনানী সোসাইটি মাঠে ইন্টারনেট উইকের কেন্দ্রীয় আয়োজনে বক্তব্য রখেতে গিয়ে তিনি আরও বলেন, সাইবার ক্রাইমের শিকার হলে আমাদের কাছে অভিযোগ করবেন। অভিযোগ না করলে অপরাধী খুঁজে বের করতে পারব না। ভিকটিম হলে অবশ্যই অভিযোগ করবেন।
সাইবার অপরাধীদের ধরতে প্রতি মুহূর্তে প্রযুক্তি আপডেট করা হচ্ছে বলেও জানান র্যাব মহাপরিচালক।
নিরাপত্তার জন্য ইন্টারনেট ব্যবহারে কঠিন পাসওয়ার্ড ও ব্যবহার শেষে লগ আউট এবং সোর্স সম্পর্কে না জেনে কোনো কনটেন্ট ডাউনলোড করা থেকে বিরত থাকার পরামর্শ দেন বেনজীর আহমেদ।
‘মিট দ্য ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), আইসিটি বিভাগ ও গ্রামীণফোন তিনটি বিভাগীয় শহরে বড় এক্সপোসহ দেশব্যাপী এ উইকের আয়োজন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসিসের সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের এইচআর প্রধান শরিফুল ইসলাম, প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, বেসিস সহ-সভাপতি ও ইন্টারনেট উইকের আহ্বায়ক রাসেল টি চৌধুরী।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমআইএইচ/ইইউডি/এএ
** বনানী মাঠে মিট দ্য ইয়ুথ-গান-ডিজে
** মোবাইল অ্যাপসে রক্ত দেওয়া-নেওয়া!
** বনানীতে বিয়ের বাজার
** ভার্চুয়াল জগতে রকমারি তথ্য সেবা ইন্টারনেট উইকে