বনানী মাঠ থেকে: ‘বাংলাদেশ ইন্টারনেট উইক’-এ অংশ নিয়ে ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে অংশ নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। বনানী সোসাইটি মাঠে এসেছেন জাতীয় দলের তিন ক্রিকেটার।
তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয় মাঠে পৌঁছানোর পর তরুণদের উষ্ণ অভিনন্দনে সিক্ত হন।
রোববার (০৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে প্রথমে মাঠে এসে পৌঁছান তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়। এর কিছুক্ষণ পরেই আসেন তামিম ইকবাল।
ইন্টারনেট উইকে আসা তরুণদের উষ্ণ অভিনন্দন পেয়ে উদ্বেলিত তারা। ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলতে, অটোগ্রাফ নিতেও ভোলেননি ক্রিকেটপ্রেমী তরুণরা।
এক প্রতিক্রিয়ায় তাসকিন আহমেদ বলেন, ইন্টারনেটের মাধ্যমে আজ গ্রামের মানুষও ক্রিকেট খেলা দেখতে পারছেন। নামি-দামি খেলোয়াড়দের ভিডিও দেখে তারাও শিখছেন ইন্টারনেট ব্যবহার।
বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ইন্টারনেটের ভূমিকার কথা টেনে আনেন ক্রিকেটাররা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), গ্রামীণফোন এবং আইসিটি বিভাগ শনিবার (০৫ সেপ্টেম্বর) থেকে ইন্টারনেট উইকের আয়োজন করেছে।
ক্রিকেটারদের অংশগ্রহণ ছাড়াও ইন্টারনেট উইকে থাকছে নানা আয়োজন। জনপ্রিয় ব্যান্ডদল প্রতিদিনই পরিবেশন করছে সঙ্গীত।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫/আপডেট ২১২০ ঘণ্টা
এমআইএইচ/বিএস
** সেবা পাওয়ার স্মার্ট সমাধান ‘সন্ধান’
** শিক্ষার বৈষম্য ঘোচাতে অ্যাপস
** ইন্টারনেট উইকের অনুষ্ঠানে আসছেন টাইগাররা