ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইলে ব্যয় কমাবে যে অ্যাপস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
মোবাইলে ব্যয় কমাবে যে অ্যাপস ছবি: জি এম মুজিবুর রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোবাইলে ফোনে ব্যয় কমাতে একের পর এক প্যাকেজ পরিবর্তন খুবই নিত্য নৈমিক্তিক বিষয়। এতেও যখন কাজ না হচ্ছে তখন হয়তো সিমটাই পরিবর্তন করে অন্য অপারেটরে যেতে হচ্ছে।

তবে এই কাজটি এখন আর অংক কষে করতে হবে না। অ্যাপসই বলে দেবে আপনার কোন কোম্পানির সিম বা কোন প্যাকেজ বা ট্যারিফ প্রয়োজন।
 
রাজধানীর বনানী মাঠে আয়োজিত ইন্টারনেট উইকে এমন একটি অ্যাপসের খোঁজ পাওয়া গেল। যা ‘ম্যাডভাইজার (MADVISER)’ নামে পাওয়া যাচ্ছে গুগল প্লে সেন্টারে।
 
হিউম্যাক ল্যাব নামের একটি প্রতিষ্ঠান এটি বাজারে এনেছে। যা যে কোনো এনড্রয়েড মোবাইলে সহজেই ইনস্টল করে নেওয়া যাবে।

অ্যাপসটির নির্দিষ্ট ম্যানুয়াল ধরে আপনার কল করার ধরণ, কখন বেশি কল করছেন ইত্যাদি বিবেচনায় দেশের সব মোবাইল অপারেটরের খরচের একটি তুলনামূলক চিত্র জানা যাবে। এছাড়া অ্যাপসটি আপনার প্রয়োজন বুঝে বলে দেবে কোনো কোম্পানির সিম এবং কোন প্যাকেজ আপনার প্রয়োজন।
 
হিউম্যাক ল্যাবের এক্সিকিউটিভ (স্টেকহোল্ডোর ম্যানেজমেন্ট) আরিফুল কাইয়ূম বাংলানিউজকে বলেন, বাজারে যেসব আপস আছে সেগুলো কেবল কোনো কোম্পানির কী প্যাকেজ এবং ট্যারিফ কী তা জানাচ্ছে। কিন্তু আমাদের অ্যাপসটি সব অপারেটরের তুলনামূলক কলরেট দেখিয়ে গ্রাহকে সাশ্রয়ী প্যাকেজ, ট্যারিফ এবং সিমের সাজেশন দেবে।
 
গ্রামীণফোন, বেসিস ও তথ্য প্রযুক্ত বিভাগের যৌথ আয়োজনে শনিবার থেকে সারাদেশে চলছে ডিজিটাল মেলা ও ইন্টারনেট উইক। বনানী পূজো মাঠেও এ আয়োজন করা হয়েছে। যা আগামী কাল শেষ হবে। এতে ৫২টি প্রতিষ্ঠান তাদের অনলাইন সেবা দিতে স্টল নিয়েছে।
 
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
ইইউডি/এসএইচ

** এক অ্যাপসে সব মোবাইল রিচার্জ
** সূর্যের আলোতেই‍ সরে যাবে জানালার পর্দা
** ইন্টারনেট উইকে টাইগারদের কথা
** ইন্টারনেট, ক্রিকেট আর গানে একাকার বনানী মাঠ
** সেবা পাওয়ার স্মার্ট সমাধান ‘সন্ধান’

** শিক্ষার বৈষম্য ঘোচাতে অ্যাপস
** ইন্টারনেট উইকের অনুষ্ঠানে আসছেন টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।