কুবি (কুমিল্লা): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইন্টারনেট অ্যাওয়্যারনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) কুবির প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়, বেসিস ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে বাংলাদেশে ৫ থেকে ১১ সেপ্টেম্বর ইন্টারনেট সপ্তাহের অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. মাফুজুর রহমানের সভাপতিত্বে ও বিভাগের প্রভাষক পার্থ চক্রবর্তীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মালেক, সহকারী অধ্যাপক মাহমুদুর হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সঞ্জিত কুমার। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা ইন্টারনেট সচেতনতা ও এর ব্যবহারের ওপর বক্তব্য রাখেন।
কুবিতে এই সেমিনারের আয়োজন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কুবির বেসিস স্টুডেন্ট ফোরাম।
সেমিনারের শেষ অংশে ইন্টারনেট ব্যবহারের ওপর প্রজেক্টরে একটি ডকুমেন্টরি উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
আরএ