ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সুরভী লঞ্চে ওয়াইফাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
সুরভী লঞ্চে ওয়াইফাই

ঢাকা: বাংলাদেশে যাত্রীবাহী জলযানে প্রথমবারের মতো ওয়াইফাই সেবা চালু করেছে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, গত ২৬ আগস্ট সুরভী গ্রুপ অব কোম্পানিজের ‘সুরভী-৯ লঞ্চে’ ওয়াইফাই সেবা উদ্বোধন করা হয়।

কোম্পানির সিনিয়র ডিরেক্টর রিয়াজ উল কবির ওয়াইফাই সেবা উদ্বোধন করেন।

এখন থেকে ঢাকা-বরিশাল রুটে চলমান সুরভী-৯ এর বিজনেস ক্লাস যাত্রীরা গ্রামীণফোনের থ্রি-জি ডিভাইসের মাধ্যমে এই ওয়াইফাই সেবা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আর এর মাধ্যমেই বাংলাদেশে কোনো যাত্রীবাহী জলযানে প্রথমবারের মতো ওয়াইফাই সেবা চালু হলো বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
এর আগে গ্রামীণফোন দূরপাল্লার বাসে ওয়াই ফাই সেবা চালু করেছে।

বাংল‍াদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।