ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ময়মনসিংহে ‘ইন্টারনেট উইক’ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ময়মনসিংহে ‘ইন্টারনেট উইক’ শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজ জিমনেশিয়ামে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি।



সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম ফয়জুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন জাহান।

জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী বলেন, ডিজিটাল মানুষরা জ্ঞান প্রত্যাশী হয়। জ্ঞান অর্জন করতে হলে সবার আগে আধুনিক হতে হবে। আধুনিক মানুষ হতে হলে শিক্ষার্থীদের অবশ্যই বিজ্ঞান মনষ্ক হতে হবে।

এ মেলায় ২৯টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে এ মেলার সমাপনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।