ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে এলো ইন্টেল প্রযুক্তির স্মার্টফোন ‘এসমোবাইল’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
বাজারে এলো ইন্টেল প্রযুক্তির স্মার্টফোন ‘এসমোবাইল’

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ইন্টেল প্রযুক্তির স্মার্টফোন ‘এসমোবাইল’। ইন্টেল ইএম লিমিটেড (ঢাকা লিয়াঁজো অফিস) ও এসমোবাইলের উর্ধ্বতন কর্মকর্তারা বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যান্ড্রয়েড ওএস নির্ভর ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।



অনুষ্ঠানে জানানো হয় যে, এসমোবাইলের প্রথম বাজারজাতকৃত এই স্মার্টফোন সিরিজে ব্যবহার করা হয়েছে Intel® Atom™ x3 (SoFIA) প্রসেসর। সাশ্রয়ী মূল্যের ডুয়্যাল সিম ও থ্রিজি সুবিধার এই এসমোবাইল, ব্যবহারকারীদের অসাধারণ কার্যসম্পাদনের অভিজ্ঞতা দেবে আশাবাদী প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর বলেন, অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য এখন পছন্দের প্রসেসর হয়ে গেছে ইন্টেল। তার মতে, মানুষ যখন ভ্যেলু ও এন্ট্রি শ্রেণিতে স্মার্ট ডিভাইস কেনাকাটা করছে, তখন পারফরম্যান্স ও ফিচার উভয়ের ক্ষেত্রে ফোন, ফ্যাবলেট অথবা ট্যাব যা-ই হোক না কেন, উচিত ইন্টেল ইনসাইডের দিকে নজর দেয়া। কারণ ইন্টেল ডিভাইসগুলো ব্যবহারকারীদের কাজ ও জীবনে ব্যাপক স্বাচ্ছন্দ্য এনে দিতে সক্ষম, সেইসাথে বাড়তি কলিং বৈশিষ্ট্য হিসেবে থাকছে থ্রিজি ব্যবহারের সুবিধা।

ফোনগুলোতে অ্যান্ড্রয়েড * ৪.৪.৪ অপারেটিং সিস্টেম প্রি-ইন্সটলড রয়েছে।

অনুষ্ঠানে এসমোবাইলের সিইও লিন ইন কুন বলেন,  এই প্রথমবারের মতো ইন্টেল প্রসেসরে তৈরি এসমোবাইল ব্র্যান্ডের স্মার্টফোন বাংলাদেশের বাজারে উদ্বোধন করা হলো। থ্রিজি, ভয়েস কলিং বৈশিষ্ট্য, প্রিমিয়াম ক্যামেরা সহ কাটিং এজ এর মতো বৈশিষ্ট্যের কারণে এই ডিভাইসগুলো ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেলবে।

নতুন এই স্মার্টফোনে বিশ্বসেরা মান ও ইন্টেল ইনসাইডের সেরা ভ্যেলু থাকায় বাংলাদেশ সেলুলার মার্কেটে স্ট্যান্ডার্ড নির্ধারণ করবে বলে বিশ্বাস করেন তিনি।

এসমোবাইলের আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন ইন্টেলের বিজনেস ম্যানেজার নাভিদ সিরাজ, ম্যানেজিং ডিরেক্টর জাং লিজি, জেনারেল ম্যানেজার মনির হোসেনসহ ইন্টেল ও এসমোবাইলের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা।

সারা দেশ থেকে এসমোবাইলের বিজনেস পার্টনার ও ডিলাররাও এসেছিলেন অনুষ্ঠানে।

এখন থেকে রাজধানীসহ সারা দেশের পার্টনার আউটলেটগুলোতে এসমোবাইল পাওয়া যাবে সাথে ওয়ারেন্টি ও সার্ভিস সেন্টার এই তথ্যও জানানো হয় এসময়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।