ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান চিফ হুইপের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান চিফ হুইপের আ স ম ফিরোজ

ঢাকা: তথ্য-প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য আরও কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
 
বুধবার (০৯ সেপ্টেম্বর) চিফ হুইপের সংসদ ভবনের কার্যালয় থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বরে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষে আয়োজিত উপজেলা ডিজিটাল মেলার উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।


 
বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
 
ফিরোজ জানান, সর্বস্তরের জনগণের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এজন্য ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য আরও কমিয়ে আনার পাশাপাশি ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য ইন্টারনেট প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহের প্রতি আহবান জানান তিনি।
 
সরকারি ও বেসরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে তথ্য-প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যেকোন প্রকার সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম রোধ এবং  প্রযুক্তির অপব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।