ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শার্শায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
শার্শায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু। পরে ইন্টারনেট কি ও এর ব্যবহার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেলায় ল্যাপটপ ও কারুশিল্পের ৫০টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।