ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যবসায়িক প্রসারে অনলাইন মিডিয়াই প্রধান মাধ্যম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ব্যবসায়িক প্রসারে অনলাইন মিডিয়াই প্রধান মাধ্যম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায়িক প্রসারে অনলাইন মিডিয়া প্রধান মাধ্যম হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেসিসের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহরিয়ার আলম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনলাইন মিডিয়া। ভবিষ্যতে অনলাইন মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ ব্যাপক উন্নয়ন সম্ভব।

বাংলাদেশ বিজনেস জার্নালিস্ট সোসাইটি (বিবিজেএস) এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে রোববার  এ সেমিনারের আয়োজন করা হয়।

‘ব্যবসায়িক প্রসারে অনলাইন মিডিয়ার ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস’র (বেসিস) সভাপতি শামীম আহসান।

তিনি বলেন, বিশ্বের নামিদামি ব্র্যান্ড ও কোম্পানিগুলো তাদের মার্কেটিংয়ের প্রায় ৪০ শতাংশই ব্যয় করছে অনলাইন মার্কেটিংয়ে। বাংলাদেশেও বহুজাতিক কোম্পানিগুলো এক্ষেত্রে ৩০-৩৫ শতাংশ ব্যয় করছে।

ই-কমার্সে বিশেষ অবদান রাখার জন্য বেসিসের সদস্য কোম্পানি এখনই ডটকমকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক (স্ট্রাটেজি অ্যান্ড প্লানিং) সৈয়দা কামরুন আহমেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়া বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সিটিও ফোরাম, এরিকসন বাংলাদেশ, সিএসএল সফটওয়্যার, ন্যাশনাল হাউজিং, ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসহ মোট ২৫টি কোম্পানিকে পুরস্কার দেওয়া হয়।  

বিবিজেএসের সভাপতি রাশিদুল হাসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য মুস্তাক আহমেদ রবি, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি শেখ আহমেদ হোসেন মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন মাহমুদুল হক খান দুলাল।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জেডএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।