ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবার আসছে বিশ্বের প্রথম ‘৮কে টিভি’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এবার আসছে বিশ্বের প্রথম ‘৮কে টিভি’

এ বছর হয়ে যাওয়া কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’তে (সিইএস ২০১৫’তে) প্রদর্শিত হয় বিশ্বের প্রথম সর্বাধুনিক ৮কে টিভি প্রযুক্তি। ইলেকট্রনিক্স পণ্য প্রস্ত্ততকারী খ্যাত শার্প প্রযুক্তিটি প্রদর্শন করে।

কিন্তু এখন পর্যন্ত ‍এটি গ্রাহকদের জন্য ক্রয়সাধ্য হয়নি।

বিশ্বের প্রথম এই ৮কে প্রযুক্তির টিভি সম্পর্কিত নতুন খবর অনুযায়ী, আগামী মাস থেকে এর বিপণন কার্যক্রম শরু হচ্ছে। অবশ্য, প্রথম পর্যায়ে সাধারণ গ্রাহকরা টিভিটি সংগ্রহের সুযোগ পাবেনা। প্রথমদিকে জাপানে ব্যবাসায়ীদের থেকে অর্ডার নেবে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, ৩১ অক্টোবর থেকে টিভিটির অর্ডার নেয়া হবে, এর মাস তিন পর সরবরাহের কাজ শুরু হবে।

৮কে টিভি’র গঠন বৈশিষ্ট্যর বিষয়ে জানানো হয়েছে, ৮৫ ইঞ্চি প্যানেলটিতে ফুল-এইচডি এর তুলনায় ১৬গুণ বেশী রেজ্যুলেশনের সমন্বয় হয়েছে। আইজিজেডও প্যানেলটিতে রেজ্যুলেশনের পরিমান ৭৬৮০ বাই ৪৩২০, কনট্রাস্ট রেশিও ১০০০০০:১ এবং ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৬ ডিগ্রি।

এটি একসাথে ৪টি ফোরকে প্যানেলের সমান সংখ্যক পিক্সেলের আউটপুট দিতে সক্ষম। আর যে কাজটি সম্ভব হয় অন্তর্ভূক্ত ৪টি এইচডিএমআই ২.০ ইনপুটের মাধ্যমে। প্রতিটি এইচডিএমআই (৩৮৪০ বাই ২১৬০) রেজ্যুলেশনরে ছবি তৈরিতে সাহায্য করে।

কিন্তু ৮কে টিভির দাম এতো বেশী যে চোখে জল আসার মতো। ডলারে এর দাম প্রায় ১ লাখ ৩৩ হাজার বাংলাদেশী টাকায় যা ১ কোটি ২ লাখ ৮৪ হাজার ৬১৭।

বিষয়গুলো বিবেচনা করে বিশেষজ্ঞরা বলছে-যদি কিনা ফোরকে টিভি সম্পর্কে অভিজ্ঞতা থাকে তবে তোমাদের এ মুহূর্তে আলট্রা এইচডি কনটেন্টের ব্যাপারে ধারণা থাকবে। কেননা যেগুলো সব সহজপ্রাপ্য নয়।

তথ্য মতে, কতিপেয় স্ট্রিমিং সেবা যেমন নেটফ্লিক্স সীমিত সংখ্যক ফোরকে কনটেন্ট প্রদান করছে। কিন্তু উপভোগ করতে অবশ্যই থাকতে হবে খুব চমৎকার ইন্টারনেট সংযোগ।

এদিকে স্যামসাং’ও ফোরকে ব্লু-রে প্লেয়ার আনতে সবকিছুর ব্যবস্থা করা সত্বেও আগামী বছরের আগে সময়সূটি ঠিক করছেনা।

যে কারণে ৮কে মিডয়া ৮কে টিভির জন্য যথাসময়ের আগে উপায় বের করার অনেকটা সময় পাচ্ছে।

এছাড়া ধারণা করা হচ্ছে, নতুন টিভি নিয়ে সার্পের লক্ষ্য গ্রাহকদের তুলনায় পেশাদারদের দিকে। যা হয়ত ৮কে ব্রডকাস্টের পরীক্ষায় কাজে লাগতে সাহায্য করবে। দাম অনুকুলে না হলেও টিভিটি খুবই চম‍ৎকার হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।