ঢাকা: হ্যান্ডসেট হারানো, চুরি বা নষ্ট হওয়ার কারণে তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা ঠেকাতে ‘রবি ক্লাউড’ নামে একটি অনলাইন তথ্য সংরক্ষণ সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
এ সেবার মাধ্যমে রবি গ্রাহকরা ছবি, গান, ভিডিও ও গুরুত্বপূর্ণ ফাইলসমূহ সংরক্ষণ করতে পারবেন।
রবির এই সেবার সহায়তায় মোবাইল ফোনের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে গ্রাহকরা।
রবি’র ক্লাউড সেবার মাধ্যমে গ্রাহকরা যে কোন সময় যে কোন স্থান থেকে ১৫ গিগাবাইট পর্যন্ত ছবি, ভিডিও, গান, ফাইল, প্রেজেনটেশন ইত্যাদি সংরক্ষণ করতে পারবেন।
‘রবি ক্লাউড’ একটি ব্যক্তিগত ফাইল আর্কাইভ, যা নিরাপদ ক্লাউড সেবা প্রদান করবে। হ্যান্ডসেট হারানোর পাশাপাশি তথ্য হারানোর আশঙ্কা পুরোপুরি দূর করবে এই সেবাটি।
গ্রাহকরা ‘রবি ক্লাউড’ থেকে সরাসরি লিঙ্কের মাধ্যমে যে কোন ফাইল অন্যের সাথে শেয়ার করতে পারবেন। যে কোন সময় যে কোন স্থান থেকে সেই আপলোডেড ফাইলগুলো ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
সব ধরণের ডিভাইস (স্মার্টফোন, ল্যাপটপ, ট্যবলেট ইত্যাদি) থেকে ক্লাউডে রাখা ফাইলগুলোতে প্রবেশ করা যাবে।
‘রবি ক্লাউড’ সার্ভিসটি এখন www.cloud.robi.com.bd সাইটে পাওয়া যাবে।
অ্যাপটিও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং যে কোন অ্যানড্রয়েড ফোনে তা ব্যবহার করা যাবে।
প্রমোশনটি চলাকালীন আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা ‘রবি ক্লাউড’ সেবার মাধ্যমে ১৫ গিগাবাইট ফ্রি স্পেস ব্যবহার করতে পারবেন। ডায়মন্ড গ্রাহকরা ১২ গিগাবাইট এবং নতুন গ্রাহকসহ ধন্যবাদ কর্মসূচির আওতায় থাকা বাকি গ্রাহকরা ১০ গিগাবাইট ফ্রি স্পেস ব্যবহার করতে পারবেন।
গ্রাহকরা CAT লিখে ১২১৩ নম্বরে এসএমএস পাঠিয়ে ধন্যবাদ কর্মসূচির আওতায় তার অবস্থান জানতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমআইএইচ/আরআই