শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ড. কুদরাত-ই-খুদা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যদের সাধারণ সভা ও সনদপত্র বিতরণ উৎসব।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে প্রধান অতিথির বক্ত্যবে আশাবাদ করেন, বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইটগুলো তাদের পরিধি বৃদ্ধি করে বিশ্ববাজারে বাংলাদেশ-ভিত্তিক ব্যবসাকে প্রসার করবে।
তিনি আরো বলেন, সারা পৃথিবীতে ৪০ কোটি বাঙালি আছে সবাইকে টার্গেট করতে হবে। আমাদের ছেলে-মেয়েরা মেধা দিয়ে একদিন আলিবাবা, আমাজানের মতো সব বিখ্যাত প্রতিষ্ঠান গড়ে তুলবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ই-ক্যাবের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নায়েম রাজ্জাক, আব্দুল্লাহ এইচ কাফি, শমী কায়সার, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল মান্নান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ ও ই-ক্যাবের নির্বাহী কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে বাংলাদেশে এই প্রথমবার ২ স্টেপ অথেন্টিক ডিজিটাল সার্টিফিকেট উদ্ভোদন করা হয় এবং ই-ক্যাব এর ২৩০টি সদস্য প্রতিষ্ঠানকে বিনামূল্যে প্রদান করা হয়। এর ফলে ই-কমার্স সাইটের মাধ্যমে ক্রেতাদের সাথে প্রতারনার হার অনেকাংশে কমে আসবে বলে মনে করছে সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসজেডএম