ঢাকা: ভারতের ৫’শ রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু হতে যাচ্ছে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দেবে সার্চইঞ্জিন জায়ান্ট গুগল।
সিলিকন ভ্যালিতে শীর্ষ সিইও’দের (চিফ এক্সিকিউটিভ অফিসার) সঙ্গে ‘ডিজিটাল ইন্ডিয়া ডিনারে’ এমনটাই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ডিনারে উপস্থিত ভারতীয় বংশোদ্ভুত গুগল সিইও সুন্দর পিচাই বিষয়টি নিশ্চিত করে বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেবেন।
এ বিষয়ে সুন্দর পিচাই বলেন, ভারতে যা হচ্ছে তার জন্য গুগল গর্বিত। ডিজিটাল ভারত গড়তে আমরা ভূমিকা রাখতে চাই। তবে কীভাবে এ কর্যক্রম চালানো হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
ভারতকে ‘বিশ্বের দ্রুত বর্ধনশীল স্টার্টআপ জাতি’ হিসেবে আখ্যা দিয়ে, ডিজিটাল এ রুপান্তরে নিজেও খুবই আনন্দিত বলে উল্লেখ করেন পিচাই।
গত আগস্টে প্রধান নির্বাহী হিসেবে পিচাইকে নিয়োগ দেয় গুগল।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
জেডএস