ঢাকা: গত ৯ সেপ্টেম্বর আইফোন ৬এস ও ৬এস প্লাস উন্মুক্ত করে অ্যাপল। এর তিনদিন পর ১২ সেপ্টেম্বর থেকে হ্যান্ডসেট দু’টির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়।
চোখের সামনে এতোদিন এসব বিষয় দেখে ‘জ্বালা’ নিলেও এবার হয়তো তা লাঘব হবে ভারতের আইফোনপ্রেমীদের। আগামী ১৬ অক্টোবর থেকে ভারতের বাজারে পাওয়া যাবে হ্যান্ডসেট দু’টি।
এছাড়া আগামী ৯ অক্টোবর থেকে আরো ৪০টি দেশে ছাড়া হবে আইফোন ৬এস ও ৬এস প্লাস। এর মধ্যে উল্লেখযোগ্য- অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, হাঙ্গেরি, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, রাশিয়া, রোমানিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান।
১০ অক্টোবর থেকে পাওয়া যাবে- বাহারাইন, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বাজারে।
১৬ অক্টোবর ভারতের পাশাপাশি মালয়েশিয়া, তুরস্কের বাজারে পাওয়া যাবে হ্যান্ডসেট দু’টি। আর বছরের শেষ নাগাদ আইফোন ৬এস ও ৬এস প্লাস পাওয়া যাবে ১৩০টির বেশি দেশে।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
জেডএস