ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্লাউড কমপিউটিং সেবায় অ্যাপল

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুন ২, ২০১১
ক্লাউড কমপিউটিং সেবায় অ্যাপল

অ্যাপল প্রধান নির্বাহী স্টিভ জবস ক্লাউড সার্ভিস চালুর ঘোষণা দিতে যাচ্ছে। সূত্র এ তথ্য জানিয়েছে।

বিশ্বের প্রযুক্তিপণ্য উন্নয়কদের শীর্ষ সম্মেলনে এ সেবা এ সেবা উন্মোচন করবে অ্যাপল।

বিশ্বজুড়ে কাউডনির্ভর সেবার চাহিদা বাড়ছে। এ উদ্দেশ্যেই অ্যাপল তাদের এ সেবা চালুর উদ্যোগ নিয়েছে। গুগল ও অ্যামাজনের মতো শক্তিশালী প্রতিষ্ঠানের সঙ্গে বাজার লড়াইয়ে নামছে অ্যাপল।

এছাড়া অ্যাপল ভক্তদেরও চোখ লাইঅন প্রযুক্তির দিকে। এটি অ্যাপলের সবশেষ সংস্করণ ম্যাকিনটোস অপারেটিং সিস্টেম এবং মানউন্নত আইওএস সিস্টেম।

নতুন পণ্য সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য অ্যাপল প্রকাশিত প্রতিবদেনে উল্লেখ করা হয়েছে। অ্যাপল প্রধান স্টিভ জবস মেডিক্যাল লিভ নেওয়ার পর দীর্ঘ সময় জনসম্মুখের আড়ালে। উল্লেখ্য, গত মার্চ থেকে তিনি প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে ছুটিতে আছেন।

অ্যাপলের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, আগামী ৬ জুন অ্যাপল আয়োজিত শীর্ষ সম্মেলনে নতুন এ সেবা সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে।

তবে এ সেবা সম্পর্কে পুরোপুরি কোনো তথ্য নেই। ধারণা অনুযায়ী, নতুন এ সেবার পরিধি ব্যাপক। এ সেবা আওতায় অনলাইন সঙ্গীতের সুবিশাল ভান্ডার বিনোদনপ্রেমীদের জন্য আরও উপভোগ্য হবে।

বাংলাদেশ সময় ২২০১ ঘণ্টা, জুন ২, ২০১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।