ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হ্যাকিং কবলে হাজারো জিমেইল অ্যাকাউন্ট

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জুন ২, ২০১১
হ্যাকিং কবলে হাজারো জিমেইল অ্যাকাউন্ট

জিমেইল অ্যাকাউন্টে বড় ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ অবস্থা গ্রহণ করেছে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

একটি সুনির্দিষ্ট সোর্সকোড ব্যবহার করে চীনের এক হ্যাকার জিমেইল অ্যাকাউন্টে এ হ্যাকিং করেছে।

হ্যাকিংয়ের মূখ্য লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র এবং চীনের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগের কয়েক হাজার শীর্ষস্থানীয় ব্যক্তির জিমেইল অ্যাকাউন্ট।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি মুখপাত্র এবং চীনের সাংবাদিকরা একটি হ্যাকিং ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এ নিয়ে ইন্টারনেট নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো অন্য সব ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানকে তথ্য নিরাপত্তা নিশ্চিতে সতর্ক করে দিয়েছে।

উল্লেখ্য, গত বছরই গুগল চীনের হ্যাকারদের মাধ্যমে কয়েক দফা হ্যাকের সম্মুখীন হয়। তবে গুগল প্রতিবারই পরিস্থিতি সামলে উঠেছে।

এবারও তার ব্যক্তিক্রম হবে না বলে গুগল সূত্র জানিয়েছে। তবে এ হ্যাকিং ঘটনায় যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্পর্শকাতর তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে ইমেইল বিশেষজ্ঞরা অনুমান করছেন। তবে পরিস্থিতি কতটা নাজুক এ বিষয়ে গুগল কোনো তথ্য প্রকাশ করেনি।

বাংলাদেশ সময় ২২২৮ ঘণ্টা, জুন ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।