ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিডিনগের চতুর্থ সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বিডিনগের চতুর্থ সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে আগামী ১০ নভেম্বর শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘চতুর্থ বিডিনগ আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা’।

ইতোমধ্যে সম্মেলনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।



সম্মেলনের আয়োজনে থাকছে এক দিন বিডিনগ সম্মেলন ও চার দিন টেকনিক্যাল কর্মশালা।

কর্মশালায় টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য মাল্টি প্রটোকল লেভেল সুইচিং (এমপিএলএস) টেকনোলজি এবং ক্লাউড কম্পিউটিং ও লিনাক্স শেল প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রাতিষ্ঠানিক সুত্র মতে,  বাংলাদেশের ইন্টারনেট পরিচালনা প্রযুক্তি বিষয়ক এই সম্মেলনে প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করা সম্মেলনের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, বিডিনগ নিয়মিতভাবে প্রত্যেক বছর দুইবার এই সম্মেলনের আয়োজন করে।

এবারের সম্মেলনের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি ইন্টারনেট পরিচালনা প্রযুক্তি বিষয়ক গবেষণা পত্র আহবান করা হয়েছে।

আয়োজকদের আশা বিডিনগ চতুর্থ সম্মেলনে পনেরটা বিশেষায়িত গবেষণা পত্র এবং দুইটি প্রযুক্তি বিষয়ক কর্মশালায় একশ’র মত প্রকৌশলী আংশগ্রহন করবে।   

সম্মেলনের রেজিস্ট্রেশন ও প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানা যাবে: www.bdnog.org এই ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।