ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন ওএস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন ওএস

ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন ওএস উন্মুক্ত করেছে অ্যাপল। এক্স ইএল ক্যাপ্টেন নামক ভার্সনটির অসাধরণভাবে উন্নয়নসাধনের তথ্যটি এখন উল্লেখযোগ্যভাবে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে।

তাই আগের সব ভার্সনের তুলনায় ব্যবহারকারীরা নতুন ম্যাকে কাজ সারতে পারবে আরো দূর্দান্ত গতিতে, এমনটাই ভাবা স্বাভাবিক।

কোপার্টিনোর প্রযুক্তিপণ্যের জায়ান্ট বিশ্বের সর্বত্র ম্যাক ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করেছে।

এর আগে প্রায় ৮ ডেভলোপারের তৈরি পরীক্ষামূলক ভার্সনগুলো চালুর পর চুড়ান্তভাবে এটি উন্মুক্ত করল অ্যাপল।

ম্যাকের নতুন ওএস সম্পর্কে এছাড়া বলা হয়েছে, এটি সমস্ত ম্যাক ভার্সনের সাথে সুসংগত হবে যেগুলো ওএস এক্স ইয়োসমাইট চালাতে সক্ষম। ব্যবহারকারীরা ম্যাক অ্যাপ স্টোর থেকে সফটওয়্যার আপডেট ফাংকশনের মা্ধ্যমে এটা সহজে ডাউনলোড করে নিতে পারবে।

ওএস এক্স ইএল’এ আরো থাকছে নতুন ‘ফন্ট স্যান ফ্যানসিসকো’ এর পাশাপাশি পাওয়া যাবে স্পিলট ভিউ অপশন যা ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের অ্যাপসে কাজ করতে সমর্থন করবে। তথ্য মতে, এই ফিচারটি অনেকটা ওরকমভাবে কাজ করবে যা আইপ্যাডে অ্যাপলের লেটেস্ট আইওএস ৯’এ দেখা যায়।

সিস্টেম-লেভেল গ্রাফিকসের জন্য ওএস’টিতে যুক্ত আরেকটি ফিচার ‘মেটাল’। এটি আগের তুলনায় প্রায় ৪০ ভাগ বেশী কার্যকরভাবে উপস্থাপন করতে সক্ষম।

অবশ্য, সফটওয়্যারটি পর্যবেক্ষণের পর ব্যবহারকারীদের উদ্দেশ্যে আপডেটটি গ্রহনের আগে ডেটা বেক-আপ রাখার পরামর্শ দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।